বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ত্রিপুরায় আরও দুটি ‘সীমান্ত হাট’ চালু করবে ভারত

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্ত অর্থনীতি জোরদার করা এবং দুই দেশের মধ্যে অনানুষ্ঠানিক বাণিজ্য শূন্য পর্যায়ে নামিয়ে আনার উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্যে আরও দুটি সীমান্তহাট চালু করা হবে। হাট দুটি বসবে রাগ্না ও কমলপুর নামক স্থানে। কর্মকর্তারা জানান, ত্রিপুরা রাজ্য দীর্ঘদিন ধরে আরও আটটি সীমান্তহাট স্থাপনের দাবি জানিয়ে আসছিল। এ দাবির পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল কেন্দ্রীয় বাণিজ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন হাট চালুর সিদ্ধান্ত হয়েছে। ভারত সরকার এখন এ বিষয়ে বাংলাদেশের অনাপত্তি পত্রের অপেক্ষায় রয়েছে। বর্তমানে ত্রিপুরায় দুটি সীমান্তহাট চালু আছে। একটি কৈলাসহর এবং অন্যটি শ্রীনগরে। নতুন হাটের বিষয়ে সম্মতি পাওয়া গেলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য চলতি মাসের তৃতীয় সপ্তাহে একটি ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।

সর্বশেষ খবর