বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কার্যপ্রণালি বিধির ধারা সাংঘর্ষিক কি না জানতে চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

সংসদের কার্যপ্রণালি বিধির ১৪২ ও ২২৩(১)(ঘ) ধারা দুটি সাংঘর্ষিক কি না জানতে চেয়েছে সংসদীয় কমিটি। ১৪২ বিধি অনুযায়ী বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আনুষঙ্গিক বিষয় আলোচনার জন্য সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে সুপারিশ করার কথা এ-সংক্রান্ত সংসদীয় কমিটির। কিন্তু জাতীয় সংসদে এ বিষয়ে স্পিকারই সময় নির্ধারণ করে দেন। কার্যপ্রণালি বিধির ২২৩(১)(ঘ) ধারায় স্পিকারকে ক্ষমতা দেওয়া আছে। এ রেওয়াজই সংসদে প্রচলিত। তাই বিষয়টি পারস্পরিক সংঘাতপূর্ণ কি না আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাবের বিষয়ে ভারত ও যুক্তরাজ্যে কী অবস্থায় সিদ্ধান্ত প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়, এ-সংক্রান্ত কমিটি কীভাবে কার্যক্রম পরিচালনা করে, সে বিষয়টিও উল্লেখ করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগকে একটি প্রতিবেদন দিতে সুপারিশ করা হয়।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, আবদুল মতিন খসরু, সেলিম আলতাফ জর্জ ও রওশন আরা মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর