মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে বর্ণাঢ্য জশনে জুলুস সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে রবিবার নগরীর ষোলশহরের জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে অগণিত ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে এবারের জশনে জুলুস (র‌্যালি) সম্পন্ন হয়েছে। এতে নেতৃত্ব দেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোটের সাজ্জাদানশীন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ)। উপস্থিত ছিলেন শাহাজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ) ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্ (মা.জি.আ)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে শুভাগমন উপলক্ষে চট্টগ্রাম আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।

শোভাযাত্রাটি নগরীর ষোলশহরের আলমগীর খানকা থেকে শুরু হয়ে জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার, প্যারেড কর্নার, সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লাহ, চেরাগি পাহাড়, প্রেস ক্লাব, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা ও জিইসি মোড় ঘুরে জামেয়া মাদ্রাসা মাঠে মিলিত হয়। ১৯৭৪ সাল থেকে চট্টগ্রামে এ জুলুস হচ্ছে। এটি বিশ্বের সবচেয়ে বড় জুলুস বলে দাবি করছেন আয়োজকরা।

সর্বশেষ খবর