বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুই সিটিতে ১৫৪ ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। গতকাল দুই সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৪টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ৩৪টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে বিতরণ হয়েছে ৩টি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটিতে কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ১০৯টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে বিতরণ হয়েছে ৮টি।

আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারে দুই সিটিতে সম্পূর্ণ ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর; মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর