বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মানুষ মনে করে জাপা অনেক পরিচ্ছন্ন

-জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের মানুষের ধারণা, জাতীয় পার্টি নির্ঝঞ্ঝাট, জনকল্যাণমূলক একটি দল। সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকাসক্তির বিষয়ে জাতীয় পার্টি অনেক ক্ষেত্রেই পরিচ্ছন্ন। গতকাল বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দলীয় মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে বনানী অফিসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে এসে ফরম নিচ্ছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ফরম তুলেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৩ জন ফরম তুলেছেন। ২৮ তারিখ পর্যন্ত ফরম বিক্রি ও জমাদান চলবে। জি এম কাদের আরও বলেন, পরিচ্ছন্ন ইমেজের কারণে জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের আগ্রহ আছে। দেশের মানুষ অনেক ক্ষেত্রেই এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছেন। দেশের মানুষ জাতীয় পার্টির সুশাসনের কথা মনে করছেন। আমরা আশা করছি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

 আশা করছি, এবারের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা আগের চেয়ে অনেক ভালো ফলাফল করবেন। দেশের মানুষ প্রথমেই স্থানীয় সরকার প্রতিনিধিকে হাতের কাছে পান। তাই তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাও বেশি থাকে। এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই প্রার্থী দিচ্ছে। আগের বেশ কয়েকটি নির্বাচন আমরা সরকারের সঙ্গে  জোটবদ্ধ হয়ে করেছি। সরকারের পক্ষ থেকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব এলে আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত  নেব।

বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য  সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, সুনীল শুভরায়, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাকসহ অনেকে।

সর্বশেষ খবর