বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
ভারতীয় গণমাধ্যমে খবর

পশ্চিমবঙ্গের মন্ত্রীকে ভিসা দেয়নি বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

পশ্চিমবঙ্গের গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী এবং জমিয়ত-উলামা-ই-হিন্দ-এর রাজ্য সভাপতি ও প্রভাবশালী মুসলিম নেতা সিদ্দিকুল্লা চৌধুরীকে ভিসা দিতে অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। খবর আনন্দবাজারের।

মন্ত্রী অভিযোগ করেছেন, সব রকম নথি জমা দেওয়া সত্ত্বেও তাকে ভিসা দিতে অস্বীকার করা হয়েছে। যদিও ঠিক কী কারণে তাকে ভিসা দেওয়া হয়নি, তার কোনো নির্দিষ্ট কারণ দর্শানো হয়নি। বিষয়টি নিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কিছু না বললেও ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গেছে, টেকনিক্যাল গ্রাউন্ড থেকেই তাকে ভিসা দিতে অস্বীকার করা হয়েছে।

অন্যদিকে হাইকমিশনের এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে একটি বিশাল ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা হতে যাচ্ছে। তার আগে কোনো মৌলবাদী সংগঠনের নেতাকে বাংলাদেশ ভিসা দিতে রাজি নয়।

সর্বশেষ খবর