শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ অসাম্প্রদায়িক শান্তির দেশ : অর্থমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বরে ভিক্ষু পরিবাসব্রত (ওয়াইক) ও ব্যূহ চক্রমেলা অনুষ্ঠিত হয়েছে। আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধবিহার ও সর্বস্তরের বৌদ্ধ জনগোষ্ঠীর উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ২০ জানুয়ারি শুরু হয়ে গতকাল মানবতার মুক্তি কামনায় প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ উপলক্ষে আলীশ্বরসহ আশপাশ এলাকা সেজেছিল নানা সাজে। বিকালে ভিক্ষু পরিবাসব্রত সমাপনী অনুষ্ঠান জন্মজয়ন্তীতে সভাপতিত্ব করেন পাহাড়তলী মহানন্দ সংঘ রাজবিহার অধ্যক্ষ ভদন্ত ধমপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। তিনি বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে অহিংসা পরম ধর্ম, হানাহানি কাটাকাটি নেই, জীবহত্যা নেই, জগতের সব প্রাণী সুখী হোক। আর বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক দেশ, শান্তির দেশ। প্রতিটি ধর্ম-বর্ণের মানুষ এক হয়ে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। সবার রক্ত, লাখো শহীদের রক্ত একাকার হয়ে মিশে গেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতীয় সংঘরাজ ভদন্ত রতনজ্যোতি মহাথের, চট্টগ্রাম বৌদ্ধবিহার অধ্যক্ষ ড. জ্ঞানশ্রী মহাস্থবির, ভদন্ত প্রিয়ানন্দ, ফরা বুদ্ধশ্রী মহাস্থবির, ভদন্ত জিনপ্রিয় স্থবিরসহ কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীন ইমন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ভূইঞা, লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার প্রমুখ।

সর্বশেষ খবর