মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আসামে তেলের পাইপলাইনে বিস্ফোরণ, আগুন

ভারতের আসামে একটি তেলের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুড়ি দিহিং নদীর মধ্য দিয়ে যাওয়া একটি পাইপে বিস্ফোরণ ঘটে। ফলে ডিব্রুগড়ের নাহরকাটিয়ার দীঘলিবিল এলাকার চাচনি গ্রামের কাছে নদীবক্ষে দাউদাউ করে জ্বলছে আগুন। স্থানীয়রা বলছেন, শুক্রবার গভীর রাতে বিস্ফোরণটি ঘটেছে। গত তিন দিন ধরেই জ্বলছে আগুন। দমকল, অয়েল ইন্ডিয়া ও ডিব্রুগড় তেল শোধনাগারের কর্তৃপক্ষের কাছে খবর গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রামবাসীর দাবি, নদীর মধ্য দিয়ে যাওয়া পাইপটি পানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। কোনোভাবে সেটিতে অয়েল ইন্ডিয়ার দুলিয়াজান প্লান্ট থেকে অপরিশোধিত তেল ঢুকে যায়। তারপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর