মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনা পরিস্থিতি

সূর্যস্নান নিষিদ্ধ করল ব্রিটেন

যুক্তরাজ্য প্রতিনিধি

করোনা মহামারীর কারণে সূর্যস্নান ও আউটডোর এক্সারসাইজ নিষিদ্ধ করেছে ব্রিটেন। করোনা বিস্তার  রোধে ব্রিটিশ সরকার গত রবিবার থেকে এ নিষেধাজ্ঞা জারি করেছে। স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানককও জানান, লকডাউনে রোদ পোহানো নিয়ম বিরুদ্ধ। এতে মানুষের মধ্যে করোনার বিস্তার ঘটতে পারে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জনসমাগমে সূর্যস্নান নিষিদ্ধ করা হয়েছে। নিয়মভাঙাকারীদের সতর্ক করে বলেন, ‘আপনি অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন এবং নিজেকে ক্ষতির পথে নিয়ে যাচ্ছেন।’ জানা গেছে, গত শনিবার তরুণরা দলে দলে সূর্য¯œান ও আউটডোর এক্সারসাইজের জন্য বের হন। তখন বাধা দেওয়া হলেও অনেকে সেটা মানছিলেন না। স্টে-অ্যাট-হোম নির্দেশিকা লঙ্ঘন করে এদিন লন্ডনের ল্যামবেথ এলাকার ব্রুকওয়েল পার্কে ৩ হাজার লোক সূর্যস্নান করেন। যাদের মধ্যে দলবল নিয়েও সূর্যস্নান করেন অনেকে।

সর্বশেষ খবর