মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ইতালির লকডাউন খুলছে

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস থেকে বেরিয়ে আসার পথে রয়েছে ইতালি। ফলে লকডাউন তুলে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ইতালির প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৪ মে থেকেই ধীরে ধীরে তুলে দেওয়া হবে লকডাউনের বিধিনিষেধ। সূত্র : বিবিসি।

জানা গেছে, প্রাথমিকভাবে জনসাধারণকে নিজেদের এলাকার মধ্যে চলাফেরার অনুমতি দেওয়া হবে।  ছোটখাটো সামাজিক অনুষ্ঠানের ছাড়পত্র দেওয়া হবে। লোকজন তাদের আত্মীয়বাড়ি যাওয়ার অনুমতি পাবেন ৪  মে থেকে। শেষকৃত্যেরও অনুমতি দেওয়া হচ্ছে। অ্যাথলিটদের ট্রেনিং শুরু করারও অনুমতি দেওয়া হবে। ৪ মে থেকেই খুলবে বার এবং রেস্তোরাঁ। যেসব দোকানপাট এখনো খোলেনি সেগুলো ১৮ মে থেকে খোলা হবে। ১৮  মে থেকেই অনুশীলন শুরু করতে পারবে খেলার দলগুলো। ১ জুন থেকে খুলে যাবে সেলুন এবং বিউটি পার্লারগুলো।

ইতালির পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশ লকডাউন শিথিল করার কথা ভাবছে। মারাত্মকভাবে সংক্রমিত আরেক দেশ স্পেনও ধীরে ধীরে লকডাউন শিথিল করছে। ফ্রান্সেও এরই মধ্যেই অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডেও শিথিল হচ্ছে লকডাউন। ব্রিটেনেও উল্লেখযোগ্য হারে কমছে করোনা সংক্রমণের গতি। এরই মধ্যে করোনা যুদ্ধ জয় করে কাজে ফিরেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্রুত ব্রিটেনেও লকডাউন তোলা নিয়ে আলোচনা শুরু করেছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর