বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

কওমি মাদ্রাসা খোলার প্রজ্ঞাপন নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই

-মাওলানা ইয়াহইয়া মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেছেন, কওমি মাদ্রাসা খোলার বিষয়ে জারি করা প্রজ্ঞাপন নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। বিষয়টি নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হবে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। 

বিবৃতিতে মাওলানা ইয়াহইয়া মাহমুদ আরও বলেন, দেশের ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থীর কথা বিবেচনা করে জাতীয় দীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের পক্ষে আমরা কয়েকজন মাদ্রাসা খুলে দেওয়ার ব্যাপারে চেষ্টা করেছি। এ বিষয়ে সর্বস্তরের আলেমদের সমর্থন থাকায় সরকারও বিষয়টিতে সম্মতি দিয়েছে। কিন্তু কিছু ব্যক্তি জারিকৃত প্রজ্ঞাপনটি নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা দেশের সব মাদ্রাসার পক্ষেই আবেদন জানিয়েছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কওমি মাদ্রাসাসমূহের কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে’। তাই বিষয়টিকে একটি বোর্ডের সঙ্গে সীমাবদ্ধ না করে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে। নতুন করে আর প্রজ্ঞাপন জারি করার প্রয়োজন নেই উল্লেখ করে মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কওমি মাদ্রাসা খোলার অনুমোদন হয়েছে, বিষয়টি যেমন আমাদের একার নয় তেমনি এটি নিয়ে সরকারিভাবেও কোনো সমস্যা সৃষ্টি হয়নি। তাই নতুন করে প্রজ্ঞাপন জারির বিষয়টি পরিস্থিতি আরও জটিল করে তুলবে।

সর্বশেষ খবর