নারায়ণগঞ্জের ফতুল্লা কাঠেরপুল এলাকায় অবস্থিত মোতালেব মনোয়ারা নিটওয়্যারস গার্মেন্ট হঠাৎ কেঁপে ওঠার পর পুলিশ তল্লাশি করে কারখানার চার তলার ফ্লোরে দীর্ঘ ফাটল খুঁজে পেয়েছে। এরপর ওই কারখানার ভবনের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী এ বি এম খোরশেদ আলম। শ্রমিকরা জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করা হয়েছে। এ ভবনেই আবার নির্মাণ কাজ চলছে। কাজ চলাকালীন সময় ভবনের নিচতলায় গত রবিবার সন্ধ্যায় একটি দেয়াল ধসে পড়ে। এরপর গতকাল হঠাৎ পুরো ভবন ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। মনে হয়েছিল ভবনটি হেলে পড়ছে। তখন শ্রমিকরা ভয়ে দ্রুত গার্মেন্ট থেকে নেমে বাহিরে অবস্থান করে কান্নাকাটি করতে থাকেন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে শ্রমিকদের শান্ত করেন। পরে প্রকৌশলীরা কারখানার প্রতিটি ফ্লোর তল্লাশি করেন। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ শাহীন জানান, মোতালেব-মনোয়ারা গার্মেন্টের ভবনটি ঝুঁকিপূর্ণ। ওই ভবনে প্রায় ১ হাজার শ্রমিক কাজ করে।