বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সদরের একটি ইলেকট্রনিক শোরুমের ভিতরে কর্মচারী কারিবুল আলম (২৫) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল দুপুরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া যায়। কারিবুল বরিশাল মহানগরের ভাটিখানার বাসিন্দা। দুই মাস আগে ওই শোরুমে এসএমও পদে চাকরি নেন।
শোরুমের ইনচার্জ এস এম গোলাম মোস্তফা জানান, রবিবার রাতে শোরুমের ভিতরেই ছিলেন কারিবুল। সোমবার (গতকাল) সকালে শোরুম ভিতর থেকে তালাবদ্ধ দেখতে পান। এরপর তার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও ফোন রিসিভ করেননি। পরে স্টলমালিক সোহাগ হাওলাদারকে অবহিত করেন। থানা পুলিশের পরামর্শে একটি শাটারের তালা কেটে ভিতরে ঢুকে দেখতে পান ফ্যানের সঙ্গে রশিতে ঝুলছে গলায় ফাঁস লাগানো কারিবুলের নিথর দেহ। সেখানে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটটি তার ভাই সাজ্জাদকে উদ্দেশ করে লেখা।
গোলাম মোস্তফা আরও জানান, কারিবুলের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তার পরিবার ওই সম্পর্ক মেনে নিতে পারেনি। এ কারণে কারিবুল শোরুমে চাকরি নেন। এ চাকরিতেও তার পরিবারের মত ছিল না।বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, কারিবুলের চিরকুটটি আবেগঘন।