আরও তিন বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন কবি ও প্রাবন্ধিক মিনার মনসুর। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন-১৯৯৫ এর ধারা-১০(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য মিনার মনসুরকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। ১৯৬০ সালের ২০ জুলাই চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন মিনার মনসুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেন তিনি। পরে বেশ কিছুদিন সাংবাদিকতা করেছেন।