বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। ২০২০ সালের এদিন তিনি রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
বিএনপির শুভাকাক্সক্ষী হিসেবে পরিচিত এই রাষ্ট্রবিজ্ঞানীর মৃত্যুদিবস উপলক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দেন। এতে তিনি বলেন, ড. এমাজউদ্দীন আহমদ ‘জাতীয়তাবাদ ও গণতন্ত্রের’ সমর্থক ছিলেন। বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। রাষ্ট্রবিজ্ঞানে তিনি ছিলেন একজন উঁচুমানের গবেষক, তাঁর গবেষণা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বিস্তৃত করেছিল এবং সেজন্য তিনি দেশে-বিদেশেও সমাদৃত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ১৯৩৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের মালদা জেলায় জন্মগ্রহণ করেন। ১ নভেম্বর, ১৯৯২ থেকে ৩১ আগস্ট, ১৯৯৬ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। গবেষণা ও সৃজনশীল লেখার জন্য তিনি দেশ-বিদেশে সম্মানিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য তিনি ১৯৯২ সালে একুশে পদক লাভ করেন। বিএনপিপন্থি ‘শত নাগরিক’ জাতীয় কমিটির আহ্বায়ক ছিলেন ড. এমাজউদ্দীন আহমদ।