শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দেশের মানুষ ভালো নেই : জাগপা

নিজস্ব প্রতিবেদক

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, করোনা পরিস্থিতি ভয়াবহ, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন ও নিত্যপণ্যের মূল্য লাগামহীন। এই অবস্থায় দেশের মানুষ ভালো নেই। এখনই সময় ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, পেশাজীবী সবাই মিলে একত্রিত হয়ে প্রতিবাদ করার। গতকাল রাজধানীর আসাদগেট জিইউপি মিলনায়তনে যুব জাগপার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যুব জাগপা সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আবু মোজাফফর মো. আনাছ, রাশেদ প্রধান, মো. ইনসান আলম আক্কাস, ঢারিফ হোসেন ফিরোজ, শেখ এনায়েত আহমেদ হালিম, মো. নাসির উদ্দিন, নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

সর্বশেষ খবর