বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
নোয়াখালী স্বর্ণশিল্পী সংগঠনের সম্মেলন

সঞ্জু কুরী সভাপতি, পলাশ বর্ধন সম্পাদক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জেলা কারিগরি স্বর্ণশিল্পী সংগঠনের সম্মেলন দীর্ঘ ৪০ বছর পর অনুষ্ঠিত হয়েছে। এতে সঞ্জু কুরী জেলা সভাপতি ও পলাশ বর্ধন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কারিগরি স্বর্ণশিল্পী সংগঠনের সদস্যরা বাংলাদেশ জুয়েলার্স সমিতির কেন্দ্রীয় (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরসহ জেলা কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা চেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বাজুসের জেলা সভাপতি আবুল হোসেন ভুলু বলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কারিগরি স্বর্ণশিল্পী কমিটি ঘোষণা করা হয়েছে। বাজুস সভাপতি আনভীরের পক্ষ থেকে এ কমিটিকে সব ধরনের সহযোগিতা করা হবে। গতকাল চৌমুহনী বাজারের রাধা মাধব জিওর মন্দিরে তিন শতাধিক স্বর্ণ ব্যবসায়ী মালিক ও কারিগরি স্বর্ণশিল্পী কর্মচারীদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা কারিগরি স্বর্ণশিল্পীর সভাপতি সঞ্জু কুরী এতে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা বাজুসের সাধারণ সম্পাদক সুখেন্দু লাল কুরী, দেবরাজ রায় কর্মকার, গণেশ কুরী, দিপক চন্দ্র কুরী, কারিগরি স্বর্ণশিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ বর্ধন প্রমুখ।

সর্বশেষ খবর