বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে কোরীয় চলচ্চিত্র উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

কোরিয়া দূতাবাসের আয়োজনে রাজধানীতে শুরু হলো তিন দিনের ‘কোরীয় চলচ্চিত্র উৎসব-২০২২’। গতকাল জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।

উৎসবে প্রদর্শিত হবে কোরিয়ান চলচ্চিত্রের বিভিন্ন ধারা (কমেডি, থ্রিলার, অ্যাকশন, অ্যানিমেশন ইত্যাদি) থেকে নির্বাচিত পাঁচটি চলচ্চিত্র স্থান পেয়েছে এই উৎসবে। উদ্বোধনী আসরে প্রদর্শিত হয় ‘এসকেপ ফ্রম মোগাদিসু’। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে ‘ডুড ইন মি’ এবং ‘দ্য ব্যাটল অব জাংসারি’। আগামীকাল শেষ দিনে প্রদর্শিত হবে ‘আন্ডারডগ’ এবং ‘দ্য এজ অব শ্যাডোস’।

সর্বশেষ খবর