বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা এ টি এম শরিফুল ইসলামের (তাহের মিয়া) প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিতপ্রাণ এই নেতা জাতির জনক বঙ্গবন্ধুর সান্নিধ্য পান এবং নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এ কে এম শামসুজ্জোহা ও আলী আহমদ চুনকার ঘনিষ্ঠ ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেছেন তাহের মিয়া। তিনি তৎকালীন রমনা থানা আওয়ামী লীগেরও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বঙ্গবাজার হকার্স সমিতির সহ-সভাপতি হিসেবে দুই যুগেরও অধিক দায়িত্ব পালন করেন এবং এর প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত ছিলেন। তাহের মিয়া পুরান ঢাকার সিদ্দিকবাজার পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন ছাড়াও এলাকার জনকল্যাণমূলক কাজে সক্রিয় ছিলেন। দীর্ঘদিন শাহজাদপুর ত্রিশ একর মসজিদের সভাপতির দায়িত্বও পালন করেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ বাদআসর শাহজাদপুর ত্রিশ একর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন, বন্ধু ও গুণগ্রাহীসহ সবাইকে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি