বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শহীদ সার্জেন্ট জহুরুল হক হত্যা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৪তম হত্যাদিবস আজ। জাসদ কেন্দ্রীয় কমিটি দিবসটি পালন উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টায় পুরনো আজিমপুর কবরস্থানে শহীদ সার্জেন্ট জহুরুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবে।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার শহীদ সার্জেন্ট জহুরুল হত্যাদিবস উপলক্ষে এক বিবৃতিতে গতকাল বলেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে একজন মহান অগ্রসৈনিক ও সূর্য সন্তান। শহীদ সার্জেন্ট জহুরুল, শহীদ আসাদ, শহীদ মতিউর, শহীদ জোহর আত্মবলীদানের মধ্য দিয়ে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার সংগ্রাম চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিল।

১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে বন্দি সার্জেন্ট জহুরুল হককে পাকিস্তানি সেনাবাহিনী নির্মমভাবে হত্যা করে। তাকে হত্যার পর শহীদ আসাদ, শহীদ মতিউরের আত্মবলীদানের মধ্য দিয়ে গড়ে উঠা উনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ের দিকে ধাবিত হয়।

সর্বশেষ খবর