শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে : আমু

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। গতকাল বিকালে গণঅধিকার দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত উন্নত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় কর্মজীবী পেশাজীবীদের ভূমিকা শীর্ষক- আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী যখন তার স্বপ্ন বাস্তবায়নের কথা বলতেন, তখন অনেকেই সমালোচনা করতেন। আজ তা আর স্বপ্ন নয়। আমরা এখন আরও এক ধাপ এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা ভাবছি। এই ভাবনার সফল বাস্তবায়নে কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়ে ২৭ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। দেশের প্রত্যেক উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যেগ নেয়া হয়েছে।

আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধস্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইন্জিনিয়ার কে এম এ হামিদ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গনতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন আইডিইবির সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মোঃ শামসুর রহমান।

সর্বশেষ খবর