বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শিবির সন্দেহে তিন ছাত্রকে নির্মম নির্যাতন হাসপাতালে ভর্তি

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। শিক্ষার্থীরা হলেন লোক প্রশাসন বিভাগের ৯ম ব্যাচের গোলাম রহমান জয়, ইংরেজি বিভাগের ১০ ব্যাচের আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১তম ব্যাচের আজিজুল হক। এরা তিনজন শহরের বাসস্ট্যান্ড ও অনন্ত এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্যাম্পাসে শিবিরের কর্মী আটক করা নিয়ে ঝামেলা হচ্ছে এমন ফোন কল পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে দেখতে পাই, তিন শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় রয়েছেন। পরে আমরা তাদের সেখান থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে আসি। সেখানে তাদের চিকিৎসা চলছে।

তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে আমরা তিন শিক্ষার্থীও স্ব স্ব থানায় ফোন করে তাদের পরিবার জামায়াত-শিবির বা জঙ্গি সংশ্লিষ্ট কোনো রাজনীতির সঙ্গে জড়িত কি না খোঁজ খবর নিয়ে জেনেছি তিন ছাত্রের মধ্যে একজনের বাবা ইজিবাইকচালক, কৃষক ও আরেকজনের মা-বাবা অসুস্থ শয্যাশায়ী।

 

 

সর্বশেষ খবর