বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

ক্রয়ের চেয়ে শেয়ারের দাম কমলে প্রভিশন রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংকের শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, মিউচ্যুয়াল ফান্ড বা তহবিলে বিনিয়োগের বিপরীতে প্রভিশন রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, মিউচ্যুয়াল ফান্ড বা যে কোনো তহবিলের বাজারমূল্য কেনা দামের চেয়ে কমে গেলে মূল্যহ্রাসজনিত ক্ষতি হিসেবে চিহ্নিত করতে হবে। পাশাপাশি তার সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগ হিসাবে স্থিতিপত্রে প্রদর্শিত বিভিন্ন দফাগুলোর মধ্যে সরকারি সিকিউরিটিজ বাদে অন্যান্য সিকিউরিটিজ যেমন- তালিকাভুক্ত শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, মিউচ্যুয়াল ফান্ড বা তালিকাভুক্ত কোনো তহবিল ইত্যাদির সর্বশেষ বাজারমূল্য ক্রয়মূল্যের চেয়ে কম হলে ক্রয়মূল্য ও সর্বশেষ বাজারমূল্যের পার্থক্যকে বিনিয়োগের মূল্য হ্রাসজনিত ক্ষতি হিসেবে চিহ্নিত করে তার সমপরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। ইক্যুইটি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ও মিউচ্যুয়াল ফান্ড বা তালিকাভুক্ত কোনো তহবিলের প্রতি ক্ষেত্রে পৃথক গেইন বা লস নেট অফ করে প্রভিশন সংরক্ষণ করা যাবে।

 

সর্বশেষ খবর