মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার শীর্ষ কমান্ডার গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর শীর্ষ সন্ত্রাসী, চাঞ্চল্যকর সিক্স মার্ডারসহ অর্ধডজন হত্যা মামলা, অস্ত্র মামলা ও অন্যান্য মামলার আসামি সাব্বির আহমেদ ওরফে লালুকে (৩০) একটি অবৈধ ওয়াকিটকি সেটসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। রবিবার রাতে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লালু ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের আবদুল মোতালেবের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স ও মিডিয়া) মো. ফারুক আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/১৯ ব্লকে হারুনের বসতঘরের সামনে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে এপিবিএনের সদস্যরা লালুকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়াকিটকি উদ্ধার করা হয়। লালুকে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর