মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ০০:০০ টা

হাঁটু পানিতে বসে মোমবাতির আলোয় পরীক্ষা!

কুমিল্লা প্রতিনিধি

হাঁটু পানিতে বসে আছেন পরীক্ষার্থীরা। পানিতে হেঁটে শিক্ষকরা দিলেন পরীক্ষাপত্র ও প্রশ্নপত্র। এমন চিত্র নগরীর কুমিল্লা সরকারি মহিলা কলেজের। এদিকে বিদ্যুত বিভ্রাটে চার্জার লাইট, মোবাইল ফোন ও মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, রবিবার চতুর্থ বর্ষ সমাপনী পরীক্ষা ছিল। দেড়টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আগে সামান্য বৃষ্টিতে পুরো কলেজ চত্বর পানিতে ভরে যায়। শিক্ষার্থীদের হাঁটু পানির মধ্যেই পরীক্ষা দিতে হয়। পানিতে দাঁড়িয়ে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করেন।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ বলেন, সামান্য বৃষ্টিতে পুরো কুমিল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। মহিলা কলেজটি বেশ পুরনো হওয়ায় শহরের সমতল ভূমি থেকে কালক্রমে কলেজ চত্বর নিচু হয়ে পড়েছে। তিনি বলেন, টমছম ব্রিজ থেকে যে খালটি পদুয়ার বাজার বিশ্বরোডের দিকে গেছে সে খালটি ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে। তাই এখন সেটি ড্রেনের মতো। দ্রুত পানি নেমে যেতে না পারায় সব পানি কলেজ চত্বরের চলে আসে। বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হয়েছে।

 

 

সর্বশেষ খবর