শিরোনাম
শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগকে কেউ বিশ্বাস করে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ কখনই কথা দিয়ে কথা রাখে না। ২০১৪ সালের নির্বাচনের সময় বলেছিল, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন করছে, কয়েক মাসের মধ্যেই মধ্যবর্তী জাতীয় নির্বাচন দিবে। এরপর ২০১৮ সালের মিডনাইট নির্বাচনের সময় ওয়াদা করেছিল, অবাধ, সুষ্ঠু নির্বাচন করবে। কিন্তু একটা কথাও রাখেনি তারা। এখনো আবার একই কথা বলছে যে, অবাধ, সুষ্ঠু নির্বাচন করবে। কিন্তু দেশের কোনো মানুষই আর এখন আওয়ামী লীগকে বিশ্বাস করে না।  

গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (ঢাকা বার) আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

সর্বশেষ খবর