শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

ঈদে মূল্যবান জিনিস নিরাপদ স্থানে রেখে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটিতে যারা গ্রামে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাবেন, তাদের মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। নগদ টাকা বা গয়না খালি বাসায় না রেখে ব্যাংক বা নিকটাত্মীয়ের কাছে রেখে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।

গতকাল ডিএমপির সদর দফতরে ঈদ উপলক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকার নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

খন্দকার গোলাম ফারুক বলেন, সড়কের ওপর গরুর হাট যেন বসতে না পারে, সে জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। গরুর হাট কিংবা অন্যান্য কেনাকাটায় ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি এড়াতে প্রতিটি হাটে থাকবে জালনোট শনাক্তকরণ মেশিন। হাটের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। পশুর হাটে ইজারাদাররা গরু নিয়ে টানাটানি করতে পারবে না। কেউ এ ধরনের ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর