মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

মিথ্যা তথ্য প্রদানে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

আইন লঙ্ঘন করে দুর্নীতি দমন কমিশন-দুদকের তদন্তকাজ বাধাগ্রস্ত করতে পরস্পর যোগসাজশে তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদানের দায়ে চারজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।

গতকাল দুদকের জনসংযোগ বিভাগ জানায়, এরা অভিযুক্ত একজন ব্যক্তিকে সাজা থেকে বাঁচানোর জন্য বা অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া থেকে রক্ষার জন্য সরকারি কর্মচারী হয়েও আইনের নির্দেশ লঙ্ঘন করেন। তারা পরস্পর যোগসাজশে ১৩টি দলিলের তথ্য জ্ঞাতসারে প্রদান না করে দুদকের অনুসন্ধান কার্যক্রমে বাধা দেন। এমনকি কমিশনে মিথ্যা তথ্য সরবরাহ করেন। তথ্য গোপন ও মিথ্যা তথ্য সরবরাহ করায় অপরাধীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আজিজুল হক। চারজন সরকারি কর্মকর্তার মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা মহাফেজখানার তৎকালীন রেকর্ডকিপার মনিরুল আলম, সহকারী রেকর্ডকিপার তপি রানী ঘোষ (বর্তমানে তিনি শাহরাস্তি সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার), চাঁদপুর জেলার সহকারী সাব-রেজিস্ট্রার রহিমা বেগম ও কচুয়া সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার নাছিমা আক্তার।

সর্বশেষ খবর