মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ০০:০০ টা

দেশে ১১ মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৪ কোটি ডলার : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের (২০২২-২৩) গত ১১ মাসে (জুলাই-মে) ১ হাজার ৯৪৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১.১ শতাংশ বেশি। রবিবার সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স আহরণকারী শীর্ষ ১০টি দেশের নামও প্রকাশ করেছেন। এরমধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ৪ হাজার ৫৪২ মিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্র থেকে ৩ হাজার ৪৩৮ দশমিক ৪ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ২ হাজার ৭১ দশমিক ৯ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য থেকে ২ হাজার ৩৯ দশমিক ২ মিলিয়ন ডলার, কুয়েত থেকে ১ হাজার ৬৮৯ দশমিক ৬ মিলিয়ন ডলার, কাতার থেকে ১ হাজার ৩৪৬ দশমিক ৫ মিলিয়ন ডলার, ইতালি থেকে ১ হাজার ৫৪ দশমিক ২ মিলিয়ন ডলার, মালয়েশিয়া থেকে ১ হাজার ২১ দশমিক ৯ মিলিয়ন ডলার, ওমান থেকে ৮৯৭ দশমিক ৪ মিলিয়ন ডলার ও বাহরাইন থেকে ৫৬৬ দশমিক ৬ মিলিয়ন ডলার দেশে এসেছে।

সর্বশেষ খবর