সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তিস্তায় নৌকাডুবিতে দুজনের লাশ উদ্ধার এখনো নিখোঁজ ১

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী পারাপারের সময় নৌকা ডুবে দুজন নিহত ও একজন নিখোঁজ হয়েছেন। নিহতরা হলেন হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও ধুবনীর ফজলুল হক (৫২)। দীর্ঘ চেষ্টার পর তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন গড্ডিমারী গ্রামের মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০)। নৌকাডুবির ঘটনায় তিস্তাপাড়ে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে গেছে।

স্থানীয়রা জানান, গতকাল সকালের দিকে ধুবনী এলাকার ১৩ জন কৃষক নদী পার হয়ে চরে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকা উল্টে যায়। এ সময় ১০ জন তীরে ফিরতে পারলেও তিনজন নিখোঁজ হন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনির হোসেন বলেন, উদ্ধার তৎপরতা শুরু করার তিন ঘণ্টা পর শফিকুল ইসলাম ও ১২ ঘণ্টা পর ফজলুল হকের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নদী পার হয়ে আমন ধানের চারা লাগাতে গিয়ে নৌকা ডুবে যায়। বাকি সবাই সাঁতরে তীরে আসতে পারলেও বয়স্ক তিনজন ডুবে যায়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, দরিদ্র মানুষগুলো কাজ করতে চরে যাচ্ছিলেন। মাঝ নদীতে নৌকা ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

সর্বশেষ খবর