শিরোনাম
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সোনা চোরাকারবারি আবু আহাম্মদকে গ্রেফতারে আপিল বিভাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সোনা চোরাকারবারি ও ২০৪ কোটি টাকা পাচারের মামলার আসামি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা আবু আহাম্মদের জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। পাশাপাশি তাকে গ্রেফতার করে বিচারিক আদালতে হাজির করতেও নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। গত বছরের ৫ ডিসেম্বর আবু আহাম্মদ হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে চলতি বছরের ৮ জানুয়ারি আবু আহাম্মদকে জামিন না দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন হাই কোর্ট। এরপর নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে আবু আহাম্মদ ফের হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে ৬ এপ্রিল আবু আহাম্মদকে জামিন দেন হাই কোর্ট। তখন ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে ১১ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত আবু আহাম্মদের জামিন স্থগিত করে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ।

জানা যায়, ২০৪ কোটি টাকা পাচারের অভিযোগে আবু আহাম্মদসহ ২০ জনের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ মার্চ চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করে পুলিশের অপরাধ বিভাগ-সিআইডি। মামলার অভিযোগে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে বিএফআইইউ থেকে পাওয়া ব্যাংক হিসাব বিবরণী, কাগজপত্র পর্যালোচনা, লেনদেনের ধরন এবং আসামির স্থাবর-অস্থাবর সম্পদ পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, আসামিরা একে অপরের সহায়তায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েকটি ব্যাংক হিসাব নম্বরে ১২ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বর্ণ চোরাচালান, চোরাই ও অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা ও হুন্ডির মাধ্যমে পাচারের টাকা দিয়ে গাড়ি, বাড়ি, মার্কেটসহ বিভিন্ন সম্পত্তি অর্জন করেছেন।

সর্বশেষ খবর