শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

স্ত্রীকে হত্যার ১৪ বছর পর গ্রেফতার স্বামী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈখাইনে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা ও লাশ গুমের দায়ে ঘাতক স্বামী মামুনুর রশীদকে ১৪ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার রাতে ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন কৈখাইন গ্রামের আবদুল শুক্কুরের ছেলে। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, প্রেমের সম্পর্ক গড়ে তুলে মামুন ২০০৫ সালের শুরুতে ভিকটিম কলি আক্তারকে বিয়ে করে গোপনে। পরবর্তীতে ভিকটিমের পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তাদের ঘরে একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে। ২০০৯ সালের ২৬ মে যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় ভিকটিম মামুন তার স্ত্রী কলি আক্তারকে হত্যা করে এবং হত্যার আলামত গোপন করার জন্য তাড়াহুড়া করে কাউকে না জানিয়ে দাফন করে ফেলে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করলে আসামিদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব। এর ধারাবাহিকতায় তাকে বৃহস্পতিবার  গ্রেফতার করা হয়। কলি আক্তার বরগুনার তালতলী থানার নিদ্রারচর এলাকার বাসিন্দা। 

সর্বশেষ খবর