শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের নামে টাকা এনে আত্মসাৎ প্রতিবাদে মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের নামে গত ১০ বছরে তিনটি সংগঠন বিদেশ থেকে প্রায় ২৭ কোটি টাকা এনে আত্মসাৎ করেছে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের রানা প্লজার সামনে এসব কর্মসূচি পালন করেন আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনে নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, বাংলাদেশ থেকে পরিচালিত তিনটি সংগঠন ১০ বছরে সাভারে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নাম করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে প্রায় ২৭ কোটি টাকা এনেছে। অথচ তারা ক্ষতিগ্রস্ত কাউকে কোনো সাহায্য করেনি। প্রতিষ্ঠানগুলো হলো আওয়াজ ফাউন্ডেশন বাংলাদেশ, ফ্যাশন রেভ্যুলেশন-ইউকে এবং ফেয়ার ওয়ার ফাউন্ডেশন। তাদের নামে আদালতে মামলা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস লেবার ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীমা আক্তার, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের লাভলী ইয়াসমিন প্রমুখ।

সর্বশেষ খবর