শিরোনাম
শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রোহিঙ্গা সমাধানে সরকার কিছুই করতে পারেনি : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দীর্ঘ ছয় বছর পার হলেও রোহিঙ্গা সমাধানে সরকার কিছু করতে পারেনি। সরকারের ধারাবাহিক কূটনৈতিক ব্যর্থতা এবং সদিচ্ছার অভাবে রোহিঙ্গারা আমাদের দেশে শরণার্থী হিসেবে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। গতকাল রাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর সংগঠিত ইতিহাসের অন্যতম গণহত্যার ষষ্ঠ বছর উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। রিজভী আহমেদ বলেন, বর্তমানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমারের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দীর্ঘ ছয় বছর হয়ে গেল, অথচ এর কোনো সমাধান সরকার করতে পারেনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উভয়ের বিএনপি সরকারের সময়ই মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে গ্রহণ করা হয়।

সর্বশেষ খবর