রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কঠোর নজরদারির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আনার দাবি

নিজস্ব প্রতিবেদক

সিন্ডিকেট ভেঙে অবিলম্বে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, বাজার সিন্ডিকেটের কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির ফলে জনগণ সীমাহীন দুর্ভোগে পতিত হয়েছে। সরকারের নানা উন্নয়ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ম্লান হয়ে যাচ্ছে। কঠোর নজরদারির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে আনতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত সমাবেশে এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এ সময় সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এম এ আউয়াল আরও বলেন, বাজারে গিয়েই ভুক্তভোগীরা মন খারাপ করছেন। কারণ দেশে হুট করে দফায় দফায় বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। মাছ, মাংস, ডাল, তেল, চিনি, ডিম সবকিছুর দাম বাড়ছেই। এসবের ওপর কারও কোনো নিয়ন্ত্রণ নেই বললেই চলে। উদাসীন বাজারব্যবস্থা ও অব্যবস্থার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিন দিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিত্যপণ্যের দাম বাড়তে থাকলেও আয় বাড়ছে না সাধারণ মানুষের। ফলে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সর্বশেষ খবর