রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাষ্ট্রধর্মের অবমাননা রোধে সাইবার নিরাপত্তা আইনে ধারা সংযুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে রাষ্ট্রধর্ম ইসলামের সম্মান সুরক্ষায় পৃথক ধারা সংযুক্ত করার দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ নাগরিক সমাজ। তারা বলেছেন, রাষ্ট্রধর্মের সম্মান সুরক্ষা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্রধর্মের অবমাননা রাষ্ট্রদ্রোহিতা। এ জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এ বিষয়ে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মুহম্মদ আবু সায়েম রিমন। বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব মুহম্মদ মাসউদুজ্জামান, সদস্য মুহম্মদ জহিরুদ্দিন। মুহম্মদ আবু সায়েম রিমন বলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। রাষ্ট্রধর্মের সম্মান সুরক্ষা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

রাষ্ট্রধর্মের সম্মান সুরক্ষায় দেশে পৃথক কোনো আইন নেই। প্রায়ই দেখা যায়, কিছু দুষ্কৃতকারী রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কটূক্তি করে থাকে। কিন্তু রাষ্ট্রধর্মের সম্মান সুরক্ষায় পৃথক কোনো আইন না থাকায় সে অপরাধ কার্যকর উপায়ে রোধ করা যায় না। সরকার যেহেতু আমাদের কাছে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে মতামত জানতে চেয়েছে, তাই বাংলাদেশের ধর্মপ্রাণ নাগরিকদের মতামত হচ্ছে, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে রাষ্ট্রধর্ম ইসলামের সম্মান সুরক্ষায় পৃথক ধারা সংযুক্ত করতে হবে। রাষ্ট্রধর্মের অবমাননা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ঘোষণা করতে হবে। সে ক্ষেত্রে রাষ্ট্রধর্মের অবমাননায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখতে হবে।’

সর্বশেষ খবর