রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

‘প্রতিহিংসার আগুনে জ্বলছে দেশ’

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, দেশে সুস্থ রাজনীতি না থাকায় দেশ ও জাতি প্রতিহিংসার আগুনে জ্বলছে। গণতন্ত্রের দোহাই দিয়ে দেশ ও জাতির মানুষ বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়ে সংঘাত ও সংঘর্ষের পথে হাঁটছে। গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত ‘দেশ ও জাতীয় জীবনে চলমান নাজুক পরিস্থিতি থেকে বাঁচার উপায়’ শীর্ষক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মুহাম্মাদ সোহেল। বক্তব্য রাখেন মুহাম্মাদ ইয়াছিন, সেলিম মোল্লা, মোহাম্মদ নূরুদ্দিন, আবু বকর সিদ্দিক, আবু জাফর মোহাম্মাদ সালেহ। সঞ্চালনা করেন সোলায়মান কবীর।

বক্তারা বলেন, দেশ স্বাধীনের ৫২ বছরে যারাই রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় ছিলেন এবং বর্তমানেও যারা ক্ষমতায় আছেন, সবাই রাজনীতির নামে দুর্নীতির রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে লুটপাট করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। এই সংকট উত্তরণের একমাত্র উপায় ইসলামী শাসনব্যবস্থা।

সর্বশেষ খবর