বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

খেলা নিয়ে দ্বন্দ্ব গলায় ছুরিকাঘাতে কিশোর আহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় খেলা নিয়ে বাগবিতণ্ডার সূত্র ধরে হামলায় সিয়াম (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল দুপুরে শিবচর পৌরসভার নন্দকুমার ইনস্টিটিউশন-সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। সিয়াম ওই ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র এবং ৬ নম্বর ওয়ার্ডের তোফাজ্জেল রাড়ীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, কয়েকদিন আগে স্থানীয় দুই দল কিশোরের মধ্যে ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডা হয়। গতকাল দুপুরে ইনস্টিটিউশন মাঠে খেলা শেষে আবারও কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। একপর্যায়ে উভয় পক্ষের কয়েক কিশোর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সিয়ামের গলায় ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। আহত হয় আরও তিন-চার জন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খেলা নিয়ে দুই পক্ষের মারামারির সময় গলায় ছুরি দিয়ে আঘাত করলে এক কিশোর গুরুতর আহত হয়। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর