বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের ছুটি মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেনের ৯০ দিনের ছুটি মঞ্জুর করেছে জাতীয় সংসদ। সুইজারল্যান্ডে চিকিৎসাধীন মোশাররফ হোসেনের ছুটির আবেদন সংক্রান্ত প্রস্তাবটি গত রাতে সংসদ অধিবেশনে উত্থাপন করেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদন হয়।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য টানা ৯০ কার্যদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল হয়ে যায়। দীর্ঘ ৮৪ দিন সংসদের বৈঠকে অনুস্থিত খোন্দকার মোশাররফ হোসেন ৯০ বৈঠকের ছুটির আবেদন করেন।

 গত ৬ জুলাই তিনি সংসদের কাছে এ ছুটির আবেদনটি পাঠান। আবেদনে তিনি বলেছেন, অসুস্থজনিত কারণে আমি সংসদের অধিবেশনে যোগ দিতে পারছি না। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছি।

সর্বশেষ খবর