রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পেশাজীবীরা সব ষড়যন্ত্র মোকাবিলা করবে : পেশাজীবী সমন্বয় পরিষদ

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র এখনো চলমান। পেশাজীবীরা অতীতের মতো সাহসের সঙ্গেই সে ষড়যন্ত্র মোকাবিলা করবে। সাংস্কৃতিক-সামাজিক সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে পেশাজীবীরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এবং বিএসএমএমইউর সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মহাসচিব ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ.। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতারা। আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাসসের এমডি আবুল কালাম আজাদ, নাট্যকার ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডুয়েটের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত, ঢাবির সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম, বিটিভির সাবেক পরিচালক ম. হামিদ, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, বাংলাদেশের বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল, ঢাবির চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার এস এম খাবিরুজ্জামান পিইঞ্জ, বাংলাদেশের কলেজ-শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক, ঢাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা প্রমুখ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল নূর দুলাল, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান, কৃষিবিদ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক কৃষিবিদ খাইরুল আলম প্রিন্স, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ দেশবরেণ্য পেশাজীবী-বুদ্ধিজীবী, স্থপতি, প্রকৌশলী ও নাগরিকরা।

সর্বশেষ খবর