রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শহীদ মিনারে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

নির্বাচনের আগে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি শুরু করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বিকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহ্কাম উল্লাহ্। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কবি ড. মুহাম্মদ সামাদ, সহ-সভাপতি ঝুনা চৌধুরী, পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ প্রমুখ।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন। সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়েও ধারাবাহিকভাবে একই কর্মসূচি পালিত হবে বলে সভা থেকে জানানো হয়। পরে পরিবেশিত হয় আবৃত্তির প্রযোজনা ‘সংস্কৃতির বাংলাদেশ’ এবং পথনাটক ‘ঠিকানা’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর