রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

তুরাগ নদে নৌকাবাইচ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৪০ বছর পর রাজধানী সংলগ্ন তুরাগ নদে অনুষ্ঠিত হলো ‘ঐতিহ্যবাহী কোটবাড়ী’ নৌকাবাইচ। এ সময় নদীর দুই পাড়জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকে পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করতে আসেন। হাজার হাজার মানুষের ভিড় করে দেখেছে নৌকাবাইচ। ছোট-বড় মিলে বিভিন্ন এলাকার অনেক নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল বিকালে টঙ্গীর মুন্ডা থেকে কোটবাড়ী রেল ব্রিজ পর্যন্ত এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা-১৮ আসনের এমপি মোহাম্মদ হাবিব হাসান প্রতিযোগিতা উদ্বোধন করেন।

প্রতিযোগিতার আয়োজকদের নেতা মো. মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন বেপারী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মো. ওয়াসেক ও ফয়েজ আহমেদ, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামীম, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউল হক মতি, দক্ষিণখান থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবেদ আলী, আনোয়ার চিশতি প্রমুখ।

অনুষ্ঠানে হাবিব হাসান এমপি বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শনার্থী এসেছেন। নৌকা আমাদের ইতিহাস, ঐতিহ্যের অংশ। তরুণ প্রজন্মের সামনে আমাদের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে এ নৌকাবাইচ প্রতিয়োগিতার আয়োজন।

নৌকাবাইচে অংশ নেওয়া প্রতিযোগী সেলেমান বলেন, ৪০ বছর পর নৌকাবাইচ প্রতিযোগিতা হলো তুরাগ নদীতে। এক সময়ে আমরা প্রতি বছর বিভিন্ন জেলার নৌকাবাইচ খেলতে যাই। এখন অনেক কমে গেছে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর