রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের মূল্য ক্রয়-ক্ষমতার মধ্যে আনতে হবে

প্রগতিশীল ইসলামী জোট

নিজস্ব প্রতিবেদক

১৫ দলীয় জোট প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে আনতে হবে। জনদুর্ভোগ সৃষ্টিকারী মুনাফালোভী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে অতিদ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত এক সভায় একথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এম এ আউয়াল আরও বলেন, আগামী জাতীয় সংসদসহ সব নির্বাচনে জনগণ যেন পছন্দমতো সরকার গঠন করতে পারে সেজন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এজন্য প্রশাসনের নিরপেক্ষতা এবং সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর