সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস উদযাপিত

তৃতীয় বারের মতো গতকাল বিশ্বব্যাপী গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস উদযাপন করেছে ইসমাইলি সম্প্রদায়। পরিবেশবান্ধব পৃথিবী তৈরির লক্ষ্যে কাজ করার জন্য সম্প্রদায়টির হাজারো স্বেচ্ছাসেবক অঙ্গীকার করেছেন। ২০২১ সালে আন্তর্জাতিকভাবে প্রথমবার ইসমাইলি সিভিক দিবস উদযাপন করা হয়। ইসমাইলি সিভিক কর্মসূচিটি স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের তত্ত্বাবধায়নে কাজ করে। ৬০০টিরও বেশি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব রয়েছে এই কর্মসূচির। এ বছর ইসমাইলি সিভিক তিনটি বিষয়ের ওপর কাজ করবে। সেগুলো হলো দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা। গ্লোবাল ইসমাইলি সিভিক দিবসে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। করোনার সময়কালে ইসমাইলি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকরা সমাজের নানা শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। ইসমাইলি সিভিক দিবসে সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরা রাজধানীর আগারগাঁওয়ের একটি প্রবীণ নিবাসে সময় কাটান। ডেঙ্গু মহামারি থেকে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বনানীর জাগো ফাউন্ডেশনের একটি স্কুল পরিদর্শন করেন। পরিবেশ বিষয়ক সচেতনতা প্রচারের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা স্কুলটির আশপাশের এলাকা পরিষ্কার করেন।

সর্বশেষ খবর