রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে ৩৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পৃথক অভিযানে সাড়ে ৩৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। শুক্রবার রাতে নগরী ও জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের মুখাপত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, শুক্রবার রাতে জেলার বাঁশখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, শুক্রবার রাতে বায়েজীদ থানাধীন বজলে নূর মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩২ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন নামে এক প্রাইভেট কারচালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

 নুরুল আবছার বলেন, কারচালক দীর্ঘদিন ধরে গাড়ি ফিটিংয়ের মাধ্যমে কক্সবাজার থেকে ইয়াবা পাচার করে আসছিলেন। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। শুক্রবারও কারের সাইলেন্সার পাইপের ভিতরে ইয়াবা পাচারের সময় কারসহ চালককে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর