রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পিঁয়াজের দাম ১০০ টাকা ছুঁয়েছে

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজের দাম আবারও বেড়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিনই একটু একটু করে বেড়েছে পেঁয়াজের দাম। দেশি ও আমদানি উভয় ধরনের পেঁয়াজের দামই বেড়েছে। বর্তমানে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁয়েছে। তবে এখনো যেসব বিক্রেতার কাছে পুরনো দামে কেনা পেঁয়াজ আছে, তাঁরা কিছুটা কমে বিক্রি করছেন। ব্যবসায়ীরা বাজার ঘাটতিতে দায়ী করছেন। এ ছাড়া বৃষ্টির কারণে রাজধানীতে পেঁয়াজের সরবরাহ ব্যবস্থা বিঘিœত হওয়ায় দাম বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল রাজধানীর মগবাজার ও মালিবাগ বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। গত এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে প্রতি কেজিতে দেশি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। ওই সময় প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৮৫ থেকে ৯০ টাকা। এছাড়া রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি করছেন মানভেদে ৪৪০ থেকে ৪৬০ টাকায়। তাতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ে ৮৮ থেকে ৯২ টাকা। কারওয়ান বাজারের চেয়ে ঢাকার অন্য বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি থাকে। এর আগে সরকার গত ১৪ সেপ্টেম্বর তিনটি পণ্যের দাম বেঁধে দিয়েছিল, তার একটি দেশি পেঁয়াজ। তবে দাম বেঁধে দেওয়ার পরও সরকার নির্ধারিত ৬৪ থেকে ৬৫ টাকায় কোথাও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে না।

উল্টো দাম বেঁধে দেওয়ার পর নতুন করে এখন আরেক দফা দাম বাড়ল।

সর্বশেষ খবর