রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আজ ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

উপমহাদেশের রাগসংগীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী আজ। ১৮৬২ সালে তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে যা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সবদর হোসেন খাঁ ওরফে সদু খাঁও ছিলেন বিশিষ্ট সংগীতজ্ঞ। শিশু বয়স থেকেই সুরের প্রতি তার অন্য রকম আকর্ষণ ছিল। বাল্যকালে অগ্রজ ফকির আফতাবউদ্দিন খাঁর কাছে সংগীতে তার হাতেখড়ি হয়। কিশোর বয়সে তিনি কলকাতার প্রখ্যাত সংগীত সাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্যের শিষ্যত্বে যন্ত্রসংগীত সাধনায় নিযুক্ত হন। মূলত এরপর থেকেই ভারতে বসবাস শুরু করেন তিনি। রাগসংগীতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এই সংগীতজ্ঞ ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে মৃত্যুবরণ করেন।

পরে সেখানেই তাকে দাফন করা হয়।

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁর যাবতীয় জিনিসপত্র ভারতে সংরক্ষিত আছে। আমরা চাই সেগুলো ফিরিয়ে এনে জাদুঘর প্রতিষ্ঠা করা হোক।

সর্বশেষ খবর