রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পূজা ও নির্বাচন সামনে রেখে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পূজা ও নির্বাচন সামনে রেখে কোনো অপশক্তি দেশে যেন সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক বিএনপি-জামায়াত অপশক্তি রয়েছে। স্বাধীনতাবিরোধীরা কোনোভাবে যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সজাগ থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

এম এ আউয়াল আরও বলেন, নিয়ন্ত্রণহীন দ্রব্যমূলের কারণে মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার কারণে সরকারি কোনো নির্দেশনা কাজে লাগছে না। একশ্রেণির মুনাফাখোর ব্যবসায়ীর জন্য পুরো জাতির সামনে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। অবিলম্বে বিশেষ টাস্কফোর্স গঠন করে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরও বক্তব্য রাখেন জোটের শীর্ষ নেতা মো. নূরুল ইসলাম খান, হাবিবুর রহমান, মো. ওমর ফারুক প্রমুখ।

সর্বশেষ খবর