রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কারামুক্ত হলেন সেই শিশুবক্তা রফিকুল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে গতকাল রাত ৮টার দিকে মুক্তি পেয়েছেন আলোচিত ‘শিশুবক্তা’ মো. রফিকুল ইসলাম মাদানি (২৮)। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মাদানিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা, তেজগাঁও এবং মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।

 ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানি নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানিকে জামিন দিয়েছেন হাই কোর্ট।

সর্বশেষ খবর