বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনে কোনো একটি দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কোনো একটি বা বিশেষ দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এ দিন কমনওয়েলথ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠক শেষে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে সবার অংশগ্রহণ সৌন্দর্য বাড়ায়। তবে একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের গঠনতন্ত্রে ও সংবিধানে বিশ্বাস করে না; এ রকম কাউকে দিয়ে শুধু লোকদেখানো বা শোভাবর্ধনেরও প্রয়োজন নেই। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কোনো একটি বা বিশেষ কোনো দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। কমনওয়েলথ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণে আসবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত নেবেন তাদের কর্তাব্যক্তিরা। তবে আমাদের প্রত্যাশা তারা আসবেন, তাদের লজিস্টিক ও প্রটোকল যা প্রয়োজন আমরা তা নিশ্চিত করব।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ মনে হয়, এর আগে যারা এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন, তাদের সঙ্গে এ প্রতিনিধি দলের গুণগতমানের ভিন্নতা আছে বলে আমার মনে হয়েছে।

সর্বশেষ খবর